দরিদ্রদের জন্য কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার চালু
ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য ২ টাকার সবজি বাজার চালু করেছে। বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক ভাবে এ বাজার চালু হয়। ঈদের আগেরদিন পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উদ্বোধনী দিন দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু ও বেগুন, একটি করে মিস্টিকুমড়া, লাউ ও ডিম দেয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড়শত টাকার সবজি পেয়ে সবাই খুশি।
ফুল সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, তার এ কর্মসূচি ঈদের পুর্ব পযন্ত ২ টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ ৫ টি আইটেম ক্রয় করতে পারবে। প্রতিদিন দেড় থেকে দুইশত মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে ২ টাকা নেয়া হয় কারণ এটা রিলিফ নয় অংশী জনদের
অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ।
আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারাদিন ভিক্ষা করেও ২ শত টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সাথে একটা ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। চলতি মাসে ডিম ভাগ্যে জোটেনি। আজ খুবই ভালোলাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশির্বাদের মতো।
কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সবধরনের সহায়তা থাকবে।
১৩০ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩৪ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩৬ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩৮ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
১৪৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে