কুড়িগ্রাম পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে সদর থানাপুলিশ। কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদ মার্কেট থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরের দিকে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে মানসিক ভারসাম্যহীন যুবকটিকে দীর্ঘসময় দাড়িয়ে থাকতে দেখে অনেকে কথার বলার চেষ্টা করেন তার সঙ্গে। তবে কথা বলতে না পারায় স্থানীয়লোকজন থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে যুবকটি সদর থানায় রয়েছে। কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে কোন কথা বলতে পারছে না। যুবকটিকে কেউ চিনে থাকলে সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। দুপুর থেকে সন্ধ্যা পার হলেও তার খোজে এখনও কেউ আসেনি।
১৩০ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৬ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৮ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
১৪৩ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪৩ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে