লাখাইয়ে সরিষার বাম্পার ফলন।
লাখাইয়ে তেলজাতিয় ফসল উৎপাদন এর সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় নানা প্রতিকূলতা ও মৌসুমের পর পর দুই দফা বৃষ্টি উপেক্ষা করে কৃষককেরা সরিষা আবাদ করেছেন।সরিষা আবাদ কালীন সময়ে বারংবার বৃষ্টির প্রভাবে সরিষার আবাদ অনিশ্চিত হয়ে পড়লেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রচেষ্টায় মৌসুমের শেষ দিকে আবাদ করেছেন কৃষকেরা।বিলম্বে আবাদ হলেও আশানুরূপ ফলন হওয়ায় কৃষকের আনন্দিত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে সরিষা আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৩২০ হেক্টর। বৈরী আবহাওয়ার কারণে আবাদ হয়েছে ১ হাজার ৬০ হেক্টর জমি।
সরজমিন পরিদর্শন কালে লাখাইয়ে করাব,মুড়িয়াউক, মোড়াকরি, বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠে সরিষার ফলন দেখে চোখ জুরিয়ে যায়। বিস্তীর্ণ মাঠে যেন হলুদের সমারোহ।
মাঠে দেখা মেলে তৃতীয় লিঙ্গের সুরমা হিজরার সাথে। সুরমা হিজরা জানান আমি এ বছর আমার ১৮ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। আশাকরি ফলন ভালো হবে।একইভাবে অভিব্যক্তি প্রকাশ করেন মুড়িয়াউক গ্রামের জিসান,করাব এর মোহাম্মদ শাহজাহান, বামৈ গ্রামের আয়াত আলী সহ অসংখ্য কৃষক। নিরাশায় আশার আলো দেখে তাঁরা উল্লসিত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন সরিষার আবাদের শুরুতে টানা দুইবারের বৃষ্টিপাতের ফলে এ বছর সরিষা কাংখিত আবাদ ও ফলন নিয়ে শংকায় ছিলাম। তবে শেষের দিকে কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সফলতা এসেছে। লাখাইয়ের কৃষকেরা খুবই পরিশ্রমী আশাবাদী। তাই চাষের লক্ষ্য মাত্রার চেয়ে আবাদ কম হলেও ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবণা।
২০ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৩১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৩ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৬০ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৪ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৬৭ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৭ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৪ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে