লাখাইয়ে বিনাচাষে রসুন আবাদ বাড়ছে।পাচ্ছে কাংখিত ফলন।
লাখাইয়ে অন্যান্য ফসল আবাদ এর পাশাপাশি বিনাচাষে মসলা জাতীয় ফসল উৎপাদন দিন দিন বেড়ে চলছে।
একসময় লাখাইয়ে মসলা জাতীয় ফসল উৎপাদন করলেও তাতে তেমনভাবে ফলন পাওয়া যেতনা।আবার সময়মতো চাষাবাদ করা সম্ভব হয়ে উঠতো না।বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিছু কিছু জমিতে কর্ষন না করেই প্রয়োজনীয় সার প্রয়োগ করে এবং জমির আগাছা পরিষ্কার করে সারিবদ্ধভাবে রসুন রোপন করার বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরামর্শে আবাদ করেছেন কৃষকেরা।আর এতে ফলন আশানুরূপ হওয়ায় এদিকে কৃষকদের আগ্রহ বাড়ছে।
বিনা চাষে রসুন রোপন করায় এতে কর্ষনের জন্য যে খবচ হতো তা সাশ্রয় হচ্ছে সেই সাথে সময়মতো রোপন করা যাচ্ছে।
সরজমিন উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর ধর্মপুর গ্রামের মাঠে পরিদর্শনে দেখা মেলে বিনা চাষে রসুন রোপন করছেন এ গ্রামের কৃষক জাহির মিয়ার সাথে। তিনি তাঁর নিজস্ব ৩০ শতাংশ জমিতে রসুন রোপন করছেন।
আলাপকালে জাহির মিয়া জানান চলতি বছর আমি আমার এ জমিতে বিনা চাষে রসুন রোপন করছি।এতে কর্ষন না করেই রোপন করেছি। এতে আমার খরচ কমে গেছে। জমি একাধিকবার চাষ করে তৈরির করার প্রয়োজন পড়েনি।
এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া এ বিষয়ে আমাকে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন। এ বছর আশানুরূপ ফলন হলে আগামী বছর আরো বেশি পরিমাণে এ পদ্ধতিতে আবাদ করার চেষ্টা চালিয়ে যাব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে মসলা জাতীয় ফসল আদা,হলুদ,রসুন ও পেয়াজ এর আবাদ হলেও তা অপেক্ষাকৃত কম। আমরা মসলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা করে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রদর্শনী দিয়ে সহযোগিতা করছি। চলতিবৎসর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বেশ কয়েকটি রসুন,পেয়াজ এর প্রদর্শনী দেওয়া হয়েছে। এছাড়া লাখাইয়ে পেয়াজ,রসুন চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় তা বৃদ্ধিতে কাজ করে আসছি।
২০ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৩১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৩ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৬০ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৪ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
৬৭ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১১৪ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে