লাখাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবসে আলোচনা সভা।
লাখাইয়ে "ঐতিহাসিক মুজিব নগর দিবসের পটভূমি ও তাথপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
দিবসের তাতপর্য ও পটভূমি নিয়ে আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
১৩ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪৬ দিন ৪৯ মিনিট আগে
৫৩ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৬০ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০৭ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে