লাখাইয়ে বাপার পরিবেশ রক্ষায় তালের চারা রোপন শুরু।
লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা সহ বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছ রোপন শুরু হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ও পরিবেশকর্মী মহি উদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলায় তালের চারা সহ বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুর পাড়ে তালের চারা রোপন এর মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, ভ্যাটেরিনারী সার্জন ডাক্তার রফিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও পরিবেশ সংগঠক মোঃ বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহি উদ্দিন আহমেদ রিপন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, সাংবাদিক শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর,উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ।
বৃক্ষ রোপন কর্মসূচী পালনকালে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাইয়ে বজ্রপাত থেকে রক্ষায় পরিবেশ বান্ধব গাছ রোপনের বিকল্প নেই। তাই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশী বেশী গাছ রোপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।
১১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৫১ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৮ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৯ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১০৫ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে