লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ছেলে রেদওয়ান হোসেন মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।১১মে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামী মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।
গেলো ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে মরদেহ কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন। ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ঘর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে বাসায় ঢোকেন এবং মেঝেতে আমেনার দগ্ধ মরদেহ দেখতে পান। আগুনে আমেনার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে। ওই দিন নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
জবানবন্দিতে বলা হয়, চিকিৎসার জন্য মিলনকে ২-৩ জন ডাক্তার দেখান তার মা আমেনা। এ নিয়েই তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন মিলন। এতে মাকে কুপিয়ে হত্যা করেন মিলন। পরে মরদেহ কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।
৩০৮ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১৩ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে
৩২৩ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩২৪ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২৬ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৩২৯ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৩৪ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৩৭ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে