লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোখার ক্ষতি মোকাবেলা করতে ৬৪ টি মেডিকেল টিম ও ১৮৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হবে। দূর্যোগকালীন ত্রাণ তহবিলে ৮ লাখ ১২ হাজার টাকা ও ৪২০ মেট্টিক টন চাল রয়েছে। একটি জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নাম্বার চালু করা হবে।
এছাড়া সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দূর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দূর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলা মেঘনা নদীর উপকূলবর্তী এলাকা। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। বন্দর এলাকাগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে লক্ষ্মীপুরে কোন সতর্কতা সংকেত দেখাতে এখনো নির্দেশনা দেওয়া হয়নি।
৩০৭ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩১৩ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২২ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৩২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩২৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২৯ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩৩৪ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩৭ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে