লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ওমর ফারুক নামে চরমোনাই পীরের এক কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী একই ওয়ার্ডের বাসিন্দা ১/মো: জহির, পিতা: মফিজ উল্ল্যাহ ২/নুরুজ্জামান, পিতা: মফিজ উল্ল্যাহ ৩/আব্দুল কাদের ৪/সলিম নামে চার জনের বিরুদ্ধে।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং চর মার্টিন ইউনিয়নের প্রচার সম্পাদক মো: ওমর ফারুক গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ওমর ফারুক বলেন, আমার ঐ স্থানে টেইলার্সের দোকান আছে। ওখানে রাজনৈতিক কথা উঠলে তারা আমার সাথে তর্ক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৪ জনে আমার উপর হামলা করে।
যাদের নামে অভিযোগ তোলা হয়েছে, তাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে ইসলামী আন্দোলন কমলনগর শাখার সভাপতি বলেন, এটি নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
জানতে চাইলে কমলনগর থানার ওসি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো।
৩০৭ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩১৩ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২২ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৩২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩২৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২৯ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩৩৪ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩৭ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে