পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

দরিদ্রদের মাঝে বিতরণের মুরগির ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য নির্মিত হাঁস-মুরগির ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের টিন, কাঠ দিয়ে এসব ঘর নির্মাণ করে সরকারি বরাদ্দের টাকা হরিলুট করা হয়েছে। এতে এ কার্যালয়ের কর্মকর্তার যোগসাজস রয়েছে দাবি করেন একই কার্যালয়ের একাধিক খন্ডকালীন লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ)।


খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৯ সালে বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে উদ্যোগ নেয়। এতে সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ হিসেবে বাছাইকৃত অতি দরিদ্র ও দুস্থ প্রত্যেক পরিবারকে বিনামূল্যে হাঁস-মুরগির নির্মিত ছোট ঘর ও পালনের জন্য উপযুক্ত হাঁস-মুরগি, গবাদি পশু এবং অন্যান্য সামগ্রীর সমন্বয়ে একটি করে প্যাকেজ বিতরণের উদ্যোগ বাস্তবায়ন শুরু করা হয়।  

এ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে পাটগ্রাম উপজেলায় ৮৮ টি পরিবারের মধ্যে প্যাকেজ বিতরণের বরাদ্দ চলমান রয়েছে। এসব প্যাকেজ বিতরণের পূর্বেই হাঁস-মুরগির ঘর নির্মাণে করা হয়েছে দুর্নীতি। একটি ঘর নির্মাণে সরকার কর্তৃক বরাদ্দ রয়েছে ৭ হাজার ৫ শ ৫৯ টাকা।

 অভিযোগ উঠেছে নিন্মামনের কাঠ ও টিন দিয়ে ঘর বানিয়ে বরাদ্দের সিংহভাগ টাকা মেরে দেওয়া হয়েছে। এ উপজেলায় হাঁস-মুরগির ঘর সরবরাহকারী কোন্ ঠিকাদারী প্রতিষ্ঠান বা কে এসব ঘর নির্মাণ করছে তার সঠিক তথ্য জানাতে পারেননি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কেউ। কার্যাদেশ/ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ঘরে যে ধরণের টিন ও কাঠ ব্যবহার করে ঘর গুলো তৈরি করার নিয়ম সে নিয়ম মানা হয়নি।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একাধিক খন্ডকালীন লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ) নাম প্রকাশ না করার শর্তে জানান, একদম নিম্নমানের ঘর বানিয়ে আনা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ হাজার টাকা ব্যয় হবে। বাকি টাকা মেরে দেওয়া হয়েছে। অবশ্যই অফিসের কর্মকর্তা এতে জড়িত না হলে এ ধরনের কাজ করার কেউ সাহস পেতনা।’ 

খিলগাঁও ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম.এ ইঞ্জিনিয়ারিং-এর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, ঘর ঠিকভাবে বানানো হয়েছে। নিয়ে আসা ঘর গুলো ফেরত নিয়ে যাচ্ছি। এখানকার স্থানীয় পোলাপান ও সাংবাদিক আমাদেরকে নাস্তানাবুদ করছে। আমার কাছে ৫০ হাজার টাকা চায়। এজন্য মাল (ঘর) নিয়ে চলে যাচ্ছি।  

উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম এ ব্যাপারে বলেন, আমাদের অধিদপ্তরের টেন্ডার মোতাবেক ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ঘর বানানোর কাজ পেয়েছে। সারাদেশে উনারা সরবরাহ করছেন। আমাদের উপজেলার জন্য ঘর এনেছে আমরা সেগুলো এখনও গ্রহন করিনি। জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, কেউ মিথ্যা কথা বললে তো তাঁর মুখ চেপে ধরার সুযোগ নাই। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, আমি জেনেছি এখনও ওইসব মুরগির ঘর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বুঝে নেননি। বুঝে না নিলে তো বলা যাচ্ছে না, ঘর গুলো কি রকম।


আরও খবর

হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

১৭৫ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

২৩০ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


পাটগ্রামে পৌর বিএনপি'র শান্তি সমাবেশ

২৩৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে


দিন পর পাটগ্রাম থানার কার্যক্রম শুরু

২৩৫ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে


পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩৫ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে