অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবাতার প্রেম ও সাম্যবাদরে চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সকালে নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আদালত পাড়া সেগুনবাগিচায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য প্রতিভার জীবনপ্রদীপ। মৃত্যুবার্ষিকীতে কবির অকৃত্রিম ভালোবাসা দেশে মানুষের। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জাতীয় কবির কাজী নজরুল ইসলামের জন্ম।
সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, একাডেমীর সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ওস্তাদ আসাদুজ্জামান মন্টু, ওস্তাদ সরকার শহীদ, ওস্তাদ আবদুল করিম, শিক্ষক নুরজাহান লাকী, বীর মুক্তি যোদ্ধা এম এ হালিম, প্রভাষক নাজিবুল বাশার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্র শিল্পী রতন ঘটক, নজরুল একাডেমির সদস্য সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, আবু কায়সার, প্রভাষক লিয়াকত হোসেন জনী, এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা মুনায়েম খান, অভিভাবক, একাডেমির সদস্য ও শিল্পীবৃন্দ।
উল্লেখ্য ২৭ আগস্ট ছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যু বার্ষিকী। তাঁর স্মরণে নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখা দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে ঘরোয়াভাবে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে। কবির স্মরণে এসময় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একাডেমির শিল্পী ও ওস্তাদের অংশগ্রহণে কবির নিজের লেখা ও সুর করা গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে