বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক যুগের কর্মস্থল থেকে বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানকে শ্রদ্ধা-ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী ও সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লীনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ।
উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধানরা এ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে সভায় মানপত্র পাঠপূর্বক তা বিদায়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা এ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আব্দুল হান্নানের দীর্ঘ প্রায় ১২ বছরের সততা নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণভাবে দায়িত্ব পালন এবং বিভিন্ন স্মৃতিচারণ করে তার বিনম্র আচার-ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও সুখ সাচ্ছন্দ্য কামনা করেন। এ সময় সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এক সংক্ষিপ্ত বক্তৃতায় বিদায়ী কর্মকর্তা আব্দুল হান্নান তাকে এমন সম্মান প্রদর্শন ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৪৪৬ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৫৭ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৯৫ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৯৭ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪৯৭ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪৯৭ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৮ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৫০০ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে