লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

মুন্সীগঞ্জে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

গত শুক্রবার (২১ অক্টোবর) থেকে মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মন্দির-মণ্ডপগুলো সেজেছে বর্ণাঢ্য সাজে, যা একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।


এবছর জেলার ৩৫৬ টি স্থানে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫৩ টি স্থায়ী ও ১০৩ টি অস্থায়ী। জেলার ৬ উপজেলার মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৪৪ টি, টংগিবাড়ীতে ৫৪ টি, গজারিয়ায় ১০ টি, লৌহজংয়ে ৩৭ টি, সিরাজদিখানে ১২৭ টি ও শ্রীনগরে ৮৪টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর দশমী অনুষ্ঠিত হবে।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন ও পুলিশ সুপার মোঃ আসলাম খান মুন্সিগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে। অধিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় র‌্যাবের টহল থাকবে। এছাড়া পূজামণ্ডপগুলোতে আইপি ক্যামেরা এবং প্রয়োজনে রিচার্জেবল আইপি ক্যামেরা স্থাপন এবং ধারণকৃত ফুটেজ সংরক্ষণসহ স্থাপনকৃত ক্যামেরার সাথে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানাকে সংযুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নামায ও আজানের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে ঢাক-ঢোল বাজানো ও সকল প্রকার শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ রাখার আহবান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


উপজেলাভিত্তিক পূজামণ্ডপগুলোর জন্য মেডিকেল টিম গঠনে জেলা সিভিল সার্জন অফিসের প্রতি নির্দেশনা রয়েছে। পূজা উপলক্ষে সকল প্রকার মেলা কিংবা অন্য কোন অনুষ্ঠান আয়োজন করতে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে। এছাড়াও আশপাশে মাদক, হাউজি ও জুয়ার আসর যাতে বসতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, পূজা উদযাপন পরিষদ ও স্ব স্ব মণ্ডপ কতৃপক্ষকে নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে।


জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী বলেন, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ঐতিহ্য প্রাচীনকাল থেকেই মুন্সিগঞ্জে রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে অসাম্প্রদায়িক দৃষ্ঠান্ত বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি দলমত নির্বিশেষে পূজার আনন্দ ভাগাভাগি করে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মুন্সিগঞ্জ জেলায় সবসময় অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছে। এ বছর স্ব-স্ব মন্দিরে মন্দিরভিত্তিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। পূজার সময় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকারও আহবান জানান তিনি।

আরও খবর



মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

২০৪ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে