মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা হতে ১ টি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অংকন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি সোমবার রাত ৩ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অংকন শহরের কোটগাঁও এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টারের ভাগ্নে । সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হলে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেফতার করে পুলিশ । তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে । মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
২৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৩ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪৮ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২০৪ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৯৯ দিন ৩৯ মিনিট আগে
৪১৩ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৪২২ দিন ৫৫ মিনিট আগে
৪৫০ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে