লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

মুন্সিগঞ্জ-১ আসনে নতুন মুখ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর দলীয় প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৩০০ আসনের বিপরীতে ২৯৮ জনের নাম ঘোষণা করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ‌। নতুন ও পুরাতন মিলিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । 


আজ (২৬-১১-২০২৩খ্রিঃ) রোববার বিকাল ৪ ঘটিকায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন । 


এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে কার্যক্রম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ ।  প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড বিষয়টি নিয়ে কাজ শুরু করে । জানা যায়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে দলের মনোনয়ন পেতে ফর্ম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন । 


মুন্সিগঞ্জ - ১ (সিরাজদিখান ও শ্রীনগর) হতে নৌকার মনোনয়ন পেয়েছেন ৩০ বছর ধরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করা সফল সভাপতি ও টানা তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মহিউদ্দিন আহমেদ । বর্ষীয়ান ও অভিজ্ঞ এই নেতাকে মুন্সিগঞ্জ - ১ এর মনোনয়ন দেওয়াতে এ আসনটি আওয়ামী লীগের ঘরে উঠবে বলে দাবি করছেন দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো । স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সিরাজদিখান উপজেলা হতে কেউ এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি । তবে মহিউদ্দিন আহমেদ এই প্রথম কোন রাজনীতিবিদ যাকে সিরাজদিখান উপজেলা হতে মুন্সীগঞ্জ - ১ আসনের এর জন্য নৌকার কান্ডারি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হল । ফলে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার নেতাকর্মী, আপামর জনসাধারণের মাঝে বিরাজ করছে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক উৎসব মুখর পরিস্থিতি । 


মুন্সিগঞ্জ - ২ (লৌহজং ও টঙ্গীবাড়ি)  থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি । এর আগে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ - ২ থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি । উল্লেখ্য নবম সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন সাবেক এ ছাত্রনেত্রী । 


মুন্সিগঞ্জ - ৩ (মুন্সিগঞ্জ ও গজারিয়া) হতে এবার আওয়ামী লীগ হতে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ - ৩ আসন থেকে দুইবার নির্বাচিত এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । মৃনাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক ছিলেন । তিনি পাঁচ জনুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন । বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন । ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন । 


মুন্সিগঞ্জ জেলা ঢাকার সবচেয়ে নিকটবর্তী হওয়ার উক্ত তিনটি নির্বাচনী আসন ঘিরে চলছে নেতা কর্মীদের নির্বাচনী প্রচারণার প্রস্তুতি । আর জনগণের চাওয়া একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ‌। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থীগণ । তাছাড়াও দলীয় মনোনয়ন পাওয়ায় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দলীয় প্রার্থীগণ । সমাজ, দেশ তথা নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাওয়া প্রার্থীকেই ভোটের মাধ্যমে বেছে নেবেন জনগণ এমনটাই প্রত্যাশা সকলের ।

আরও খবর



মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

২০৪ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে