স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা তুলে ধরার জন্য বিগত ২০০০ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বেগমগঞ্জ চৌরাস্তায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা একটি ভাস্কর্য এবং রুহুল আমিনের ছবি সংযুক্ত করা হয়। রাতে যেন পথচারী ও যানবাহনের যাত্রীরা রুহুল আমিনের ছবি দেখতে পান সেজন্য স্মৃতিস্তম্ভের ৪ পাশে লাইটিং ও পানির ফোয়ারাও নির্মাণ করা হয়। এর দেখ ভালের দায়িত্ব দেয়া হয় চৌমুহনী পৌরসভাকে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আর অযত্নে স্মৃতিস্তম্ভটি এখন তার সৌন্দর্য হারিয়েছে। আশে পাশে অপরিচ্ছন্ন পরিবেশ। স্মৃতিস্তম্বটি প্রায়ই সময় ঢেকে থাকে বিভিন্ন রাজনৈতিক নেতার পোস্টার ও ব্যানারে। দেখে বোঝার উপায় নেই এটি শহীদ স্মৃতিস্তম্ভ।
বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী বলেন, নোয়াখালীর গৌরব শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি রক্ষার্থে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তা তদারকির অভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে। রাতে ঝলমলে আলো আর পানির ফোয়ারার ব্যবস্থা করা হলেও লাইট ও পানির মোটর চুরি হয়ে গেছে। বর্তমানে নেশাগ্রস্ত লোকজনের আড্ডা খানায় পরিণত হয়েছে এটি।'তিনি দ্রত স্মৃতিস্তম্বটি পুনঃনির্মাণ ও এর সংস্কার করে এর রক্ষণাবেক্ষণের দাবি জানান।
সচেতন এলাকাবাসীর দাবী বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন দেশের সূর্য সন্তান। তার স্মৃতিস্তম্ভ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে রুহুল আমিনের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যে সাতজন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন তাঁদের মধ্যে এক সময়ের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বর্তমানে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাঁচড়া (বর্তমানে শহীদ রুহুল আমিন নগর) গ্রামের রুহুল আমিন একজন। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায় সম্মুখ যুদ্ধে শহীদ হন এই বীর যোদ্ধা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগমগঞ্জের চৌরাস্তায় নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ।
৪ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে