নোয়াখালীতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মো.আজিজুর রহমান তুহিন (২৭) নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।
সোমবার (৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথাও আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবু তালেব বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে