কক্সবাজারের রামুতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিকালস্ পিএলসি। তারা বন্যা কবলিত এলাকায় ৭০০ এর অধিক কৃষককে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহায়তা করেছে। তারই ধারাবাহিকতায় রবিবার, ২২ সেপ্টেম্বর সকালে রামু উপজেলা কৃষি অফিসে ৩০ জন আদর্শ কৃষককে নিয়ে অনুষ্ঠিত হয় ‘বন্যা পরবর্তী কৃষি পরামর্শে স্কয়ার’ বিষয়ক সেমিনার।
সেমিনারে বন্যা পরবর্তী করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও নোয়াখালী জাতের নারিকেলের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেবনাথ এবং স্কয়ার এর সেলস কোঅর্ডিনেটর কৃষিবিদ ফরিদ আহাম্মদ, জোনাল সেলস ম্যানেজার রিপন চন্দ্র মজুমদার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ শেষে অতিথিবৃন্দ রামু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে নারিকেলের চারা রোপণ করেন।
স্কয়ার এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার লক্ষ্যে এই ধরনের কৃষি বিষয়ক সেমিনার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে কৃষকরা সঠিক উপায়ে ফলন উৎপাদন করতে পারেন এবং দেশের কৃষি অর্থনীতি স্থিতিশীল থাকে।
৩ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৫ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৪৯ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৪ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬০ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬১ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬২ দিন ৩৮ মিনিট আগে