ইসরাইলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে-বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ‎হ্নীলায় পাহাড় হতে উদ্ধারকৃত গলিত যুবকের দাফন সম্পন্ন ; স্বজনেরা প্রকৃত খুনীদের বিচার চায়। সাতক্ষীরার পোস্ট অফিস টু পুরাতন সাতক্ষীরা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন। রাজবাড়ীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে প্রেরণ। ইসলামপুরে এসএসসি পরীক্ষারকেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর বিক্ষোভ ও মানববন্ধন ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত পরিবারের সাপোর্টে একটি মেয়ে খুব সহজেই সফল হতে পারে স্বামীর সহযোগিতায় যার প্রমাণ দিলেন শিল্পী বিশ্বাস সাতক্ষীরায় ছাত্রদল বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের পানি, স্যালাইন ও কলম বিতরণ ঝিনাইগাতীর বাকাকুড়া কারিতাস অফিসে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শার্শায় পরিত্যক্ত দেশীয় দু'টি পাইপগান উদ্ধার শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ৭২টি বকনা গরু বিতরণ সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হ'ত্যা, মূলহোতা গ্রেপ্তার গাজার বুকে নিরিহ মুসলিম ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে একখণ্ড নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি। মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাটকীয়ভাবে হত্যা

সরিষাবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না প্রতিষ্ঠান

জামালপুরের সরিষাবাড়ীতে গোল্ডেন ফাইবার নামক প্রতিষ্ঠানের জমি জবরদখল করে রমরমা মাদক ব্যবসা করে আসছে একটি মাদক চক্র বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে “দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি:”এর এজিএম আতিকুর রহমান আতিক এ বিষয়ে সরিষাবাড়ী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে একটি লিখিত অভিযোগ করেন।


লিখিত অভিযোগে আতিকুর রহমান (এজিএম) জানান, স্থানীয় সাবেক বিজিএমসি কলোনিতে ৩০-৩৫ টি পরিবার প্রায় কয়েক বছর ধরে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর জমিতে বসবাস করছে। শুধু তাই নয়। ওই জমিতে তারা মাদকের রমরমা ব্যবসা গড়ে তুলেছে। সেখানে প্রকাশ্যে চোলাই মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ নানা মাদক সেবন সহ কেনাবেচা চলে। মাদক পাওয়া সহজলভ্য হওয়ায় উঠতি বয়সের ছেলেরা এসবে আসক্ত হয়ে পড়ছে এবং এতে প্রতিদিন বেড়েই চলছে বিভিন্ন অপরাধ কান্ড।


বিষয়টি বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও সরিষাবাড়ী থানার (ওসি)কে অবহিত করা হয়েছে। বর্তমান সাংসদের সহযোগিতায় ওই জমিতে প্রাচীর নির্মান করা গেলেও দখল ও মাদকমুক্ত করা যায়নি বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।


কলোনীতে বসবাসকারী বুলবুলি চৌহানী, ললিতা চৌহানী, মহন চৌহানী, সন্ধ্যা রবিদাস সহ আরো অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন তারা। বাসফু সম্প্রদায়ের কয়েকটি পরিবার মদ বেচাকেনার সাথে জড়িত। তাদের কারণে আমাদেরও দোষী সাবস্ত করা হচ্ছে। এ কারণে কলোনির জায়গা থেকে কারখানার এজিএম আতিকুর রহমান চলে যেতে নির্দেশ দিয়েছে।


বাসন্তী ও শীলা বাসফু বলেন, দুইদিন আগে আমাদের স্বামীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমরা সুইপারের কাজ করি। মদ তো নিজেরা একটু আকটু খাওয়ার জন্য তৈরি করি। বেচার জন্য তো নয়।


এ ব্যাপারে কারখানার এজিএম আতিকুর রহমান বলেন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে এ কারখানা এলাকা কে মাদক ও দখলমুক্ত করা অতি জরুরি। তা না হলে বিদেশী বায়াররা তাদের মুখ ফিরিয়ে নিবে। এতে কারখানা কয়েকশ শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। দেশ হারাবে বৈদেশিক মুদ্রা।


এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, গত কয়েক দিন আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ দুই জনকে আটক করেছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার  জানান, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ এর জায়গা দখল করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে কলোনির কিছু বাসিন্দা। এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে কথা বলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ব্যাপারে জামালপুর-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি  জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তাদের অভিযান অব্যহত রয়েছে। তবে বসবাসকারীদের অন্যত্র আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে তিনি জানান।

আরও খবর


নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

১৭১ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

১৭৮ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে