মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা এই চেতনায় ৭ ও ৮ মার্চ দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি’র আয়োজনের মাধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৪’ পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা।
কর্মসূচির অংশ হিসেবে ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়- এর দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘কুইজ, বিষয়ভিত্তিক বক্তৃতা ও দেশাত্মবোধক গান এর প্রতিযোগিতা’ আয়োজন করা হয়।
প্রতিযোগিতাশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহসভাপতি মোঃ আব্দুস সামাদ, সদস্য সৈয়দা সুলতানা শিলা প্রমূখ। উপাস্থিত বিদ্যালয়ে শিক্ষক, সনাক, ইয়েস ও এসিজি সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের টিআইবি’র দুর্র্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
০৮ মার্চ সনাক সভাপতি হেনরী সরদার এর নেতৃত্বে সনাক ও ইয়েস সদস্যবৃন্দ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী দিবস-এর কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সকাল সাড়ে ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করে । শোভাযত্রাটি প্রেসক্লাব হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় এবং সেখানে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সনাক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ।
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে