বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে (১১ ই আগষ্ট) রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আয়েশা সিদ্দিকা সভাপতিত্বে ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব ফরহাদের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার বারবার নির্বাচিত বিল্পবী সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার,যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র,সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না,সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন সাতক্ষীরা সকল নেতৃত্ব বৃন্দকে সঙ্ঘবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন,যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে এবং করার চিন্তা ভাবনা করবে তাদের সেখানেই প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীর ঠাঁই নাই,এই দেশ লাখো শহিদের রক্তে অর্জিত আমাদের ভুললে চলবে না।আর আগষ্ট আসলেই খুনিরা যে হত্যার পরিকল্পনা চালায় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।খুনিদের সাবধান করে তিনি বলেন তোমাদের কু-পরিকল্পনার কাহিনী বাঙালি জাতি জানে, তোমাদের শায়েস্তা করতে সাতক্ষীরা জেলাতে সেচ্ছাসেবক লীগ ই যথেষ্ট, ছাত্র লীগ যুবলীগ অন্যান্য সংগঠন বাদ ই দিলাম।তোমরা ভিন্ন দল করো, ভালো কথা, কিন্তু দেশ বিরোধী, আমার নেত্রী বিশ্বমানবতার জননী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার ঘৃন্য পরিকল্পনা করবে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না।বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন, আর তারই কন্যা দেশ পরিচালনা করছে।তাকে নিয়ে কোন ঘৃন্য ষড়যন্ত্র বাঙালি জাতি আর কিন্তু মানবে না।তোমাদের সাবধান এবং ভালো হওয়ার সুযোগ দিচ্ছি।আর কিন্তু সময় দেওয়া হবে না।সময় থাকতে ভালো হয়ে যাও। প্রিয় নেত্রীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা কামনা করেন।
২ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে