সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের ছাত্রের পরিবর্তে প্রক্সি দিতে আসা দুই জনকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সোহেল রানা (৩৩) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শাকিল।
গতকাল সোমবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফট চলাকালে সোহেলকে এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে একই ইউনিটের চতুর্থ শিফটের সময় শাকিলকে সন্দেহের ভিত্তিতে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে প্রেরন করা হয়।
জানা যায়, সোমবার রাত পৌনে ১০টায় আটক সোহেল ও শাকিল প্রক্সির কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের আশুলিয়ার ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড) জরিমানা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এসময়, আসামীরা ১০০ টাকা জরিমানা পরিশোধ করে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান আমাদের কে বলেন, সন্দেহের ভিত্তিতে হল পরিদর্শক প্রক্সিদাতাদের চিহ্নিত করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে জানালে আদালত অভিযুক্তদের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা এবং ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে পাঠায়।
২৭৬ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৮৪ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৮৯ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৩৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৬১ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৭৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৭৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে