আসন্ন ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে এজেএস ওর্য়াল্ড এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার আলআমিন জমাদ্দার সবুজ এর কথা ও সুরে সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আকাশ মাহমুদ ও নওশীন অমির কন্ঠে "ও মেয়ে ঢং করোনা" শিরোনামের একটি রোমান্টিক সিনেমাটিক ঘরোনার গান।গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।
আলআমিন জমাদ্দর সবুজের অর্থায়নে কে এ নিলয় এর পরিচালনায় রোমান্টিক এই গানের মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন আলিফ চৌধুরী ও প্রণোমি নাফি। ক্যামেরায় ছিলেন চঞ্চল।
নতুন এই গান নিয়ে দৈনিক দেশচিত্রের সাথে কথা বলেছেন গানটির গীতিকার ও এ জে এস ওর্য়াল্ড এর কর্নধার আলআমিন জমাদ্দর সবুজ। তিনি বলেন বর্তমান সময়ের দর্শকদের পছন্দের কথা চিন্তা করেই " ও মেয়ে ঢং করোনা" গানটি লিখেছি।সেই সাথে আকাশ মাহমুদ ও নওশিন অমির মিষ্টি কন্ঠে রোমান্টিক সিনেমাটিক ঘরোনার এই গানটি দর্শকদের ভালো লাগবে আশা করি।
আপকামিং এই গান নিয়ে দৈনিক দেশচিত্রের সাথে কথা বলেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আকাশ মাহমুদ তিনি বলেন আলআমিন জমাদ্দর সবুজ ভাই সবসময় ভালো গান লেখেন।আমি এর আগেও সবুজ ভাইয়ের বেশকিছু গানে কন্ঠ দিয়েছি যে গান গুলো আমার দর্শক-শ্রোতারা খুবই ভালো ভাবে গ্রহণ করেছেন।আশা করি "ও মেয়ে ঢং করোনা" গানটিও আমার দর্শক-শ্রোতারা ভালো ভাবে নিবেন।
আলআমিন জমাদ্দর সবুজের কথা ও সুরে এর আগে জনপ্রিয় উল্লেখযোগ্য গানগুলো হলো আকাশ মাহমুদ ও অন্তরা দাস গেয়েছে সাধের কক্সবাজার। যে গানের মডেল হিসেবে ছিলেন আলামিন জমাদ্দার সবুজ এবং স্বর্ণা বিশ্বাস। এরপরে আসে বড় লোকের মাইয়া। যে গানে কন্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ও দৃষ্টি তালুকদার। মডেলও ছিলো তারা দু'জন। এর আগে তোকেই শুধু চাই গানটা এজেএস ওর্য়াল্ড ইউটিউব চ্যানলে রিলিজ পাওয়ার পর এই গান জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত শুনে পছন্দ করেন।এরপর সে তার স্ত্রী র পরিচালনায় এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়নের জন্য রি সুট করে প্রচার করেন।এটার গায়ক গায়িকা ও মডেল আকাশ মাহমুদ ও শ্রাবণী শায়ন্তনী।
উল্লেখ্য,এ জে এস ওর্য়াল্ড এর প্রথম গান ছিলো,ভালোবাসার দামে তোমায় লইবো কিনিয়া। যেটার গায়ক গায়িকা ছিলো খায়রুল ওয়াসী ও বন্যা তালুকদার। মিউজিক কম্পোজার ছিলেন এস ডি সাগর
২৭৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২৮২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৮৭ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩৪ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৫৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭২ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৭৫ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে