সাভারের আশুলিয়ায় ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তা কে আটকে রেখে মুক্তিপন আদায়ের মামলায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ নেয়া নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। এর আগে, বুধবার রাতে ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ২ অপহরণকারী কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- ধামরাইয়ের বাথুলী এলাকার আব্দুল খালেকের ছেলে শাহিন (৩৮) ও খুলনা জেলার চিতলমারী থানার আতা (২৮)। তারা আশুলিয়ার বাইপাইল ও চিত্রশাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এ মামলায় বিপ্লব (৩৪) ও স্বপ্না (৩২) নামের আরও দুই আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় এর আগে সাইদুর রহমান নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান (৩৭) রাজধানী ঢাকার কদমতলী এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলামী ব্যাংকে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন মশিউর রহমান তার ভাই আব্দুর সাকুরের সাথে দেখা করার জন্য ঢাকা থেকে জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে বাস যোগে রওনা করেন। বাসের মধ্যে ঘুমিয়ে পরায় তার পক্ষে জাহাঙ্গীরনগর নামা সম্ভব হয়নি। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বাসটি আশুলিয়ার পলাশবাড়ী স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তাই তিনি তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়েন। ততক্ষণে বিকাল সাড়ে ৩টা বেজে যায়। বাস থেকে নামার পর পরই সেখানে দাড়িয়ে থাকা শাহিন, আতা ও বিপ্লব ভুক্তভোগীকে পথ রোধ করে দাড়ায় এবং কথা আছে বলে কৌশলে পার্শ্ববর্তী ওসমান গণির ৮ তলা বিল্ডিংয়ের ২য় তলার পশ্চিম পাশে সাইদুর হোসেনের বাসায় নিয়ে যায়।
সেখানে মামলার অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। পরে তারা যোগসাজশে ভুক্তভোগীকে মশিউর রহমানকে মারপিট করে তার মানিব্যাগে থাকা ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীর নিকট আরও ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। পরে তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে ভুক্তভোগীর স্ত্রী দুইবারে ৪০ হাজার টাকা প্রেরণ করে।
এছাড়াও ভুক্তভোগীর বিভিন্ন আত্মীয়-স্বজনের নিকট টাকা দাবি করলে তারা তার বিকাশ ও নগদ একাউন্টে ১ লক্ষ ৩২ হাজার টাকা পাঠায়। আসামীরা সেই টাকা ও ভুক্তভোগীর বিকাশ একাউন্টে থাকা ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৭ হাজার টাকা উত্তোলন করে নেয়।
এছাড়া ভুক্তভোগীর অন্য ব্যাংক একাউন্ট থেকে পলাশবাড়ী এটিএম বুথের মাধ্যমে ৫০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা উত্তোলন করে নেয়। তারা ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই অপহরণকারী ভুক্তভোগীকে বাসা থেকে পলাশবাড়ী বাসষ্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক সাংবাদিকদের কে বলেন, রাতে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে এই মামলার বাকী পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৭৬ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৮৪ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৮৯ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৩৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৬১ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৭৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭৭ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে