আজ শনিবার (২২ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বায়তুল লতিফ জামে মসজিদ দখলে নিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার হামলায় আহতরা হলেন মো. মোস্তফা (৪২), তার বোন রুনু বেগম(২৭) ও মোস্তফার বাক প্রতিবন্ধী ভাগ্নি ঝুমা (১৬)।
অভিযুক্তরা হলেন শিমুল, ফারুক, সজিব, আরিফুল, ইয়াকুব, সুমন, সোলায়মান ও ইউনুস। তারা সবাই সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার স্থায়ী বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তফাদের পৈতৃক ৫ শতাংশ জমির উপর বায়তুল লতিফ জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে গত ৬ মাস যাবৎ নামাজ আদায় করছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা। কিন্তু সম্প্রতি শিমুলসহ বাকিরা মসজিদটি দখলে নিতে বিভিন্ন ভাবে পাঁয়তারা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই মসজিদের ইমাম জাকারিয়া বখতিয়ার ফরিদীকে মারধর করে মসজিদে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্তরা। আজ সকালে মোস্তফারা মসজিদ খুলে দেওয়ার জন্য অভিযুক্তদের বলতে গেলে তারা অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফার ওপর হামলা চালায়। এ সময় মোস্তফার বোন ও ভাগ্নি তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয়।
আহত মোস্তফার স্ত্রী হালিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন যাবৎ মসজিদ দখলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সুমন ও তার লোকজন। আমাদের মসজিদের ইমামকেও তারা মেরে বের করে দিয়েছে। আজ আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর তার বোন ও ভাগ্নিকেও মেরেছে। তারা সবাই এখন হাসাপাতালে ভর্তি আছে।’
অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগে মোবাইলে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আমাদের কে বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। থানায় একটি অভিযোগও করেছে ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭৬ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৮৪ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৮৯ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৩৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৬১ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৭৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭৭ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে