মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাহজালাল তালুকদার পারভেজ আলম (৪৮) নামে এক প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার
দিকে উপজেলার সাবরুল মাথাইল চাপড় নামক এলাকায় এ ঘটনা ঘটায়।
জানাযায়,
পারভেজ তালুকদার উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর
তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি কৈচড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক ও
আশেকপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ আশেকপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়নের
চেয়ারম্যান, হযরত আলী জানান, পারভেজ তালুকদার সকালে বাড়ি হতে বের হয়ে বগুড়া শহরের
দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে
পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের
একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা
পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
(শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য
হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছিলিমপুর
মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, পারভেজ তালুকদার নামে একজনকে গুরুতর আহত
অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে
আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর
চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ও কারা এর সাথে জড়িত এসব বিষয় দ্রুত উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
৯ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে