মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রভাষক শাহ্জালাল তালুকদার পারভেজ (৪৮) কে খুনের ঘটনায় তার স্ত্রী শামছুন্নাহার বাদি হয়ে শাজাহানপুর থানায় গতকাল শনিবার রাতে মামলা করেন। এদিকে থানা পুলিশ মামলার দুই আসামীকে গ্রেফতারও করেছে।
জানাযায় খুনের ঘটনার সাথে জড়িত শাবরুল বাজার এলাকার সন্ত্রাসী সাগরের বোন রুখসানা আক্তার (৩০) ও চাচা উজ্জ্বল হোসেন (৪০) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয় সাগরের নির্দেশেই গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে দশ টার দিকে মোটর সাইকেল যোগে বগুড়া শহরে যাওয়ার সাবরুল মাথাইল চাপর নামক স্থানে দুর্বৃত্তদের হাতে হত্যাকান্ডের শিকার হন নিহত প্রভাষক পারভেজ।
থানা সূত্রে জানাযায় মামলায় ৭ জনের নামসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে সন্ত্রাসী সাগরের নামে স্বেচ্ছাসেবকলীগ নেতা সিহাব উদ্দিন বাবু হত্যা মামলা, ৪টি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক কারবারির মামলা, ১টি অস্ত্র আইনে মামলা, ১টি দ্রুত বিচার আইনে মামলা ও অন্যান্য ধারায় ২টিসহ মোট ১২টি মামলা বিচারাধীন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। তিনি আরো জানিয়েছেন, প্রভাষক পারভেজ হত্যা মামলায় এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান। শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে।
৯ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে