বগুড়ার শাজাহানপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও পাটজাত মোড়কের ব্যবহার বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন।
পাটের ব্যাগের পরিবর্তে কৃত্তিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অভিযোগে তিন ব্যবসায়ীক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যুন্ত উপজেলার মাঝিড়া, সি-ব্লক ও আড়িয়া বাজারে এই মনিটরিং এবং অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদা খানম।
এসময় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বাজার মনিটরিং টিম পেয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, ভাজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য পর্যবেক্ষণ করেন। জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে এ অভিযান চালানো হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।
আজকের অভিযান পরিচালনা হয় পণ্য পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন'২০১০ এর ১৪ ধারায় আড়িয়া বাজার ব্যবসায়ী আব্দুল খালেক, নজরুল ইসলাম ও রেজাউল করিম এদের আলাদা আলদা ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৯ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে