মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলাতঙ্কের অবসান, সকল মিল সমাধান’।
দিবসটি পালনের লক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তারেক হাসান।
এসময় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ঝরনা খাতুন, ডাঃ বেলাল হোসেন, ডাঃ সাবিরা, ডাঃ মেহেদী রায়হান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেন জানান, মরণঘাতী জলাতঙ্ক বহু পুরনা সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মত সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর ও শিয়ালের কামড়ে বা আঁচর দিলে সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানে কমপক্ষে ১৫ মিনিট ধৃত করতে হবে। এরপর যথা সময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এর প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বিনামূল্য জলাতঙ্ক টিকা দেওয়া হয়।
৯ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে