বগুড়ায় শাজাহানপুরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলনকালে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব -১২ বগুড়া।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার শাজাহানপুর থানাধীন সাজাপুর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ মার্চ ২০.০০ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- মোঃ সাত্তার আলী, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, মোঃ মহিদুল ইসলাম (২৯), পিতা- মৃত মজিবর রহমান, সাং- তালোড়া (উত্তরপাড়া), থানা- দুপচাঁচিয়া ও মোঃ রিপন (২৬), পিতা- আব্দুল্লাহ, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণকে চাঁদা আদায়ের ১টি রশিদ বহি, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করে।
মীর মনির হোসেন, কোম্পানী কমান্ডার, র্যাব-১২ বগুড়া জানান, আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
৯ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে