মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পূর্ব ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ চলছে।
রবিবার সকাল ১১টা থেকে মাঝিড়া বাইপাস জড়ো হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় শিক্ষার্থীরা মাঝিরা বন্দরে থানার ওসি নেতৃত্বে অবস্থানরত পুলিশদের লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে অবস্থানরত পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করে থানার ভিতরে ডুকে মেইন গেট বন্ধ করে দিলে শিক্ষার্থীদের সেখানেও ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।
মিছিলে হাজার হাজার শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ সরকার বিরোধী নানা স্লোগানে থানা থেকে মাঝিড়া সেনানিবাস পর্যন্ত পদযাত্রা করছে। এসময় মিছিলটি সামনে সেনা বাহিনী টহল গাড়ি পড়লে "ভুয়া ভুয়া" সঙ্গে "সেনা বাহিনী সরকার, এই মূহুর্তে দরকার " স্লোগান দিতে থাকেন।
এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে 'হামলা করে হত্যা'র প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তারা আন্দোলনের এই সমন্বয়করা এসময় সারাদেশের মানুষকে অলি-গলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
৯ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৪০ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে