বগুড়ার শাজাহানপুরে জোড়া খুন
বগুড়ার শাজাহানপুরে জোড়া খুন
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শীর্ষ মাদক কারবারি ও একাধিক হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন নিহত হয়েছে এবং তার অপর সহযোগি মুক্তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী, আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য, মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলার আসামী মোঃ সাগর তালুকদার(৩৫), পিতা- গোলাম হোসেন তালুকদার ও তার সহযোগী মোঃ স্বপন(৩২), পিতা- সাইফুল ইসলাম, সাবরুল তালুকদার পাড়া, আশেকপুর, শাজাহানপুর, বগুড়াকে দুর্বৃত্ততা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। উল্লেখ্য, দুজন মৃত ব্যক্তি ছাড়াও রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির হাতের কব্জি পাওয়া যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।
নিহত মোঃ সাগর তালুকদার শাজাহানপুর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী। সে স্বেচ্ছাসেবক লীগের ছত্রছায়ায় অত্র এলাকায় মাদক, চাঁদাবাজি ও অপহরণের মাধ্যমে মুক্তিপন আদায় করত বলে জানা যায়।
সর্বশেষ সে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক শাহ জালাল তালুকদার পারভেজ হত্যা মামলার আসামি ও মাষ্টারমাইন্ড ছিল বলে জানা যায়।