শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় শিক্ষাক্রম রোপ রেখা ২০২১ জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ "ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম " শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিক্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উদ্যোগে ও বাংলাদেশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ব্যবস্থাপনায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভেন্যু প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণটির আয়োজন করা হয়। প্রশিক্ষণের তৃতীয় দিন শুক্রবার ভেন্যু পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজুয়ান। ভেন্যু পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বর্তমান সরকারের শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চিত্র তুলে ধরে, শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোস্তফা কামাল, সহকারী পরিদর্শক, ফারুক আহাম্মদ, উপজেলা একাডেমিক সুপার,ভাইজার, আতিকুর রহমান তালুকদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাঁচ দিন ব্যাপী এ প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, গণিত,বিজ্ঞান,জীবন ও জীবিকা,ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষা, এ সাত টি বিষয়ে মোট ৪০৩ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
২ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে