শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভার্চুয়ালি বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সাত বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওই বীর নিবাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ওই প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগণ। জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইগাতীর ২৩ জন মুক্তিযোদ্ধা বীর নিবাস পাচ্ছেন। এরমধ্যে বুধবার প্রথম পর্যায়ে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস হস্তান্তর করা হয়। একেকটি বীর নিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। ২৫ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের আয়তন বিশিষ্ট প্রতিটি বীর নিবাসে রয়েছে দুটি বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি কিচেন ও দুটি বাথরুম। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, ঝিনাইগাতীতে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পাবেন। এরমধ্যে প্রথম পর্যায়ে ৭টি বীর নিবাস মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে