শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী ব্রীজপাড়, হায়দার আলীর বাড়ী, শিখন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান পলাশের সভাপতিত্বে ও জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলম, প্রোগ্রাম সুপারভাইজার আছিয়া বেগম, শিখন কেন্দ্রের শিক্ষিকা মিনারা বেগম ও শিখন কেন্দ্রের সভাপতি মিষ্টার আলীসহ শিখন কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকগণ। জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় চলমান ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪), (সাব-কম্পোনেন্ট ২.৫) আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম এর ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের ২ হাজার ১ শত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, নতুন বছর ২০২৩ সালের বই, খাতা, কলম ও শিক্ষার্থীদের ড্রেস। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা অতিথিদের উদ্দেশ্যে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে