শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার গজনী আরসি স্কুলে দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালানা করেন, কারিতাস সীডস এর মাঠ সহায়ক কর্নে লিউস আরেং। প্রশিক্ষণে জেন্ডার কি, জেন্ডার বিবর্তনের ইতিহাস, বাংলাদেশে নারী-পুরুষের অবস্থান, জেন্ডার বৈষম্য ও তা দুর করার উপায়সমুহ, মানবাধিকার, নারীপুরুষের বৈষম্য, সহিংসতা দুরকরণের উপায় বিষয়ে আলোচনা করেন । শিশু সুরক্ষা, শিশুর অধিকার বিষয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক ২০ জন ফোকালপার্সনবৃন্দ অংশগহন করেন।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে