দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানীতে শাখা ও প্রথম ঋণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় শেরপুরের ঝিনাইগাতীর তিনানী-নালিতাবাড়ী সড়কের রাজনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভবনে এ অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে তিনানী শাখার উদ্বোধনী ও প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিএমএসএস ময়মনসিংহের ডোমিন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে ও ঝিনাইগাতী শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এ সময় ঋণ গ্রহিতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রাজনগর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, টিএমএসএস জামালপুরের জোনাল ম্যানেজার মোঃ আব্দুল বাছেদ, শেরপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ, অগ্রণী ব্যাংক তিনানী শাখার ম্যানেজার মোঃ উজ্জল মিয়া, রাজনগর ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। পরে দরিদ্রের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে