শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া মৌজার ১নং খতিয়ানভুক্ত ৩৬০, ৩৫৭, ৩৫৮ নং দাগের (পুকুর) ও পুকুরের পাড়সহ ১ একর ২৯ শতাংশ, পাইকুড়া মৌজায় ১নং খতিয়ানভুক্ত ১৬২৮ নং দাগের (পুকুর) ৬১ শতাংশ ও বাদে চল্লিশ কাহনিয়া মৌজায় ১০ শতাংশ মোট ২ একর সরকারী খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিয়াকত আলী গংরা অবৈধভাবে ওই জমি দখল করে বিভিন্ন লোকের কাছে ইজারা দিয়ে মাছ চাষ করে আসছে। ভূমি অফিস থেকে বারবার তাগদা দেওয়া সত্ত্বেও অবৈধ দখলকারীরা দখল ছাড়েনি। ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করেন। উদ্ধারকৃত জমি বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানা গেছে। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, নিয়মতান্ত্রিক উপায়ে জমি লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে সম্পত্তি দখলে রাখা যাবে। এতে সরকার পাবে রাজস্ব। ওই দিনই তিনি বাগেরভিটা চাপাতলি ব্রীজ সংলগ্ন মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকে নিয়ম অনুযায়ী লীজ নিয়ে সরকারী রাজস্ব পরিশোধের মাধ্যমে বালু উত্তোলনের পরামর্শ দেন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে