“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ভূমি উন্নয়ন কর মেলা। ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ও মালিকানা সত্ত্ব বজায় রাখতে উপজেলা ভূমি অফিস কর্তৃক এ মেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও তিনি আরো জানান, উপজেলার সকল ভূমি মালিকগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধার্থে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে আগামী ০৫ মার্চ ২০২৩ রবিবার হতে ০৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলাকালীন সময়ে বকেয়াসহ হালনাগাদ পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার কথাও উল্লেখ করেন তিনি। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না হলে ভূমি মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের, ভূমি খাস করার প্রক্রিয়া গ্রহণ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ মেলায় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারীদের মধ্য থেকে ৩ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থের যোগান দিতে একজন সু-নাগরিকের অন্যতম দায়িত্ব হলো সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করা।
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে