শ্যামনগরে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) আয়োজনে ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শ্যামনগর জেসি কমপ্লেক্সে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, কম্পিউটার প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠানের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন শিক্ষকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে শ্যামনগরের ১৫টি মাদ্রাসা ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার এম.এম. আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমাউল হুসনা সহ প্রমুখ।
গত ২২ ডিসেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করেন 'ভাব'এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান,শিক্ষক রনজিৎ বর্মন, প্রধান শিক্ষক লুৎফুল আলম প্রমুখ।
ছবি- শ্যামনগরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।
১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৮ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে