ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে শ্রীমঙ্গল পৌরসভার।
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে রবিবার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।
গত ৯ জুলাই থেকে আজ ১২ জুলাই (বুধবার) পর্যন্ত সরেজমিন পৌরসভার
২ নং ওয়ার্ড কালিঘাট রোড, ৭ নং ওয়ার্ড এবং শ্রীমঙ্গল থানা ভবনসহ পৌর শহরের
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মেয়র মো. মহসিন মিয়ার নির্দেশে পৌরসভার ৯টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে পৌরসভার সকল স্থানে ছিটানো হচ্ছে জীবানুনাশক। একইভাবে পৌরসভার কাউন্সিলর ও সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে মশার উৎপত্তিস্থল, ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিচ্ছেন।
পৌরসভার পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরদের তত্ত্বাবধানে মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে। মশক নিধন কার্যক্রম উদ্বোধনের দিন থেকে এ পর্যন্ত শহরের বিভিন্ন সড়কের পাশের ড্রেনগুলোতে মশা নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম সরেজমিন উপস্থিত থেকে
পৌর মেয়র মো. মহসিন মিয়া তদারকি করছেন।
২ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে