আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক
শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কটিয়ারকোন গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বিকেলে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কটিয়ারকোন গ্রামের রুশন আলীর ছেলে মুহিত মিয়া এবং তার পরিবারের সদস্যরা মিলে রিপনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন বলে অভিযোগ ওঠেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কটিয়ারকোন গ্রামে মসজিদে নিলাম নিয়ে একই এলাকার রিপন ও মুহিতের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর ৩টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুহিত এবং তার ভাইসহ পরিবারের সদস্যরা মিলে রিপনকে দা দিয়ে মারাত্মকভাবে আহত করেন।
গুরুতর আহত হওয়া রিপন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্বর হামলার শিকার হওয়া রিপন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে হামলাকারী মুহিতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন-শুনেছি মসজিদের নিলামকে কেন্দ্র করে রিপন আর মুহিতের মাঝে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল থানার একটি টিম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা যায়।
২ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে