মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবর্ধিত হলেন কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে মণিপুরি শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ৪টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত তৃণমূল মহিলা সমাবেশে কলাবতী শাড়ি তৈরির উদ্ভাবককে সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মণিপুরি তাঁতশিল্পী রাধাবতী দেবী অক্লান্ত পরিশ্রমে এ কাজ শেষ করেন। বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হতে কলাবতী শাড়ি তুলে দেয়া হয়।
মণিপুরি তাঁতশিল্পী ও কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী বলেন, বান্দরবান জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে শাড়িটি বুনেছি। আমার এলাকায় যারা মণিপুরি শাড়ি বুনেন, সবাই আমাকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। তারপরও চ্যালেঞ্জ নিয়ে সফল হই। তিনি আরও জানান, ১৯৭৫ সাল থেকেই সুতা দিয়ে শাড়িসহ নানা কিছু তৈরি করে আসছেন তিনি। কিন্তু কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি ছিল একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় আরও তিনজন সহযোগীকে নিয়ে তাঁতে বসে তৈরি করেন জামদানি ডিজাইনের কলাগাছের সুতা দিয়ে তৈরি শাড়ি।
রাধাবতী বলেন, ‘কলাগাছের সুতা তৈরিতে গবেষণা করে ভালো সুতা তৈরি করতে পারলে আরও ভালো মানের শাড়ি তৈরি করা যাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কলাবতী শাড়ি বাজারজাত করা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তা।
১০ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে