ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহযোগী সদস্য প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, একটি সমৃদ্ধ জাতি, সভ্যতা ও সমাজ দেশ গড়ে ওঠে মূলত ওই সমাজের নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তারুণ্যের হাত দিয়ে।
জাতির প্রত্যাশা পূরণের জন্য আদর্শ নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস সকল শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শত হতাশার মাঝেও দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র মজলিস তরুণদের মাঝে ঘুণে ধরা সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যার কারণে ছাত্র মজলিস আজ দেশে আদর্শ ও সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। কাজেই ছাত্র মজলিস কর্মীদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আরো এগিয়ে আসতে হবে।
ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ মার্চ) শ্রীমঙ্গল শহরের আই এস মিলনায়তনে অনুষ্ঠিত সহযোগী প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন, মৌলভীবাজার জেলা ও শহর ছাত্র মজলিসের সাবেক সভাপতি মোঃ এহসানুল হক, জেলা বায়তুলমাল ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আন নোমান প্রমুখ।