মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। 'হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ। এ ছাড়াও হীড, এসিটিবি, আইসিডিডিআরবিসহ অন্যান্য এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন
১ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ৪৫ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে