গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ"

উখিয়ায় ৫০ বছরের ভোগদখলীয় জমি কেড়ে নিতে হামলা ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ!

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা মহাজনপাড়া এলাকায় নিজেদের ভোগদখলীয় ৫০ বছরের জমি দখলে রাখতে গিয়ে নিরাপত্তাহীনতা, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে এক অসহায় পরিবার।


অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি পিএফ জায়গায় বাবার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে জায়গা ভোগ করে আসছিলেন ভুক্তভোগী কালু বড়ুয়া। কিন্তু তাদের ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি হঠাৎ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তাদেরই মামী বেবী রাণী বড়ুয়া ও তার মেয়ের জামাই ভুলু বড়ুয়া (প্রকাশ ডা. বিসি বড়ুয়া)।


কালু বড়ুয়া পেশায় দিনমজুর হওয়ায় তার ভাগের জায়গা দখল করে অপরজনকে বিক্রি করে দিতে চেষ্টা করে আসছেন তারা। কিন্তু তিনি নিজের ভোগদখলীয় সম্পত্তি তাদের দিয়ে দিতে অস্বীকার করলে গত ১৮ জুলাই ভাড়াতে সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের উপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে কাপড় ও চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতন করে। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতো বলে জানান অসহায় কালু বড়ুয়া।


পরে কালু বড়ুয়া ও তার পরিবারের উপর হামলা, নির্যাতন, শ্লীলতাহানি এবং ক্ষয়ক্ষতির অভিযোগে স্ত্রী সাকি বড়ুয়া বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উখিয়ার আদালতে সিআর মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৩৮/২৩ তাং২০/০৭/২৩। বর্তমানে মামলাটি উখিয়া থানার এসআই মোহাম্মদ খায়েরের কাছে তদন্তাধীন রয়েছে।


ভুক্তভোগী কালু বড়ুয়া জানান, মামলার এক নম্বর আসামী বেবী রাণী বড়ুয়ার মেয়ের জামাই ভুলু বড়ুয়া (প্রকাশ ডাক্তার বিসি বড়ুয়া) তার বাড়ি উখিয়া সদরের পাতাবাড়ি গ্রামে। মূলত ডাক্তারি পেশার প্রভাব ও আধিপত্য কাটিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উখিয়া থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অসহায় দিনমজুর কালু বড়ুয়ার অর্ধ শতাধিক বছরের ভোগ দখলীয় বসতবাড়ি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে।


তিনি আরও জানান, তাদের উপর হামলার পরেও ক্ষান্ত না হয়ে বেবী রাণী বড়ুয়া ও ভুলু বড়ুয়া জায়গা দখল ও অন্যত্র বিক্রির জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছেন এবং তাদের নিয়মিত চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। কলেজ পড়ুয়া মেয়েকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। এমনকি ওই জায়গা ছেড়ে না দিলে হত্যার হুমকিও দিয়েছেন।


এ নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ও অসহায়ত্ব নিয়ে দিন কাটাচ্ছেন কালু বড়ুয়া ও তার পরিবার। তাই হতদরিদ্র নিঃস্ব পরিবারটি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনের আশ্রয়ে সহায়তা কামনা করেছেন এবং তার স্কুল পড়ুয়া মেয়েটির জীবনের নিরাপত্তাহীনতায় স্কুলে যাওয়া-আসা ও পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি জানান।


এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৫/১৬ জনের সন্ত্রাসী গ্রুপ কালু বড়ুয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। এতে তারা আঘাতপ্রাপ্ত হয়। এটি তাদের ৫০ বছরের ভোগ দখলীয় জমি। এ জমি ভুলু বড়ুয়া ও তার শাশুড়ী সহ দলবল নিয়ে নিঃস্ব এ পরিবার থেকে কেড়ে নিয়ে পথে বসিয়ে দিতে চাচ্ছে। বর্তমানে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, এ সংক্রান্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর


উখিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩

১৩ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে