কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২২ আগস্ট) কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আসামি হলেন— উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার আব্দুল সবুর প্রকাশ বারুএ ওলামিয়ার ছেলে সাইদুল বাশার প্রকাশ সিসি ছদু (৩৬)।
মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের এক আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইদুল বাশার প্রকাশ সিসি ছদুকে (৩৬) গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার নামে কক্সবাজারের উখিয়া থানার মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে
৫ দিন ৪১ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
১৭ দিন ৩৮ মিনিট আগে
২০ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে