বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন আয়োজিত উখিয়া-টেকনাফ আন্তঃক্লাব ফুটবল টূর্ণামেন্টে-২০২৩ইং সেমি ফাইনাল খেলায় হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী ১-০ গোলে দমদমিয়া যুব কল্যাণ সমিতিকে হারিয়ে ফাইনালে উপনীত হয়েছে।
২৭ ডিসেম্বর বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত আন্তঃক্লাব ফুটবল ট‚ণামেন্টে-২০২৩ইং সেমি ফাইনাল খেলা হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী এবং দমদমিয়া যুব কল্যাণ সমিতি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বের ২৪মিনিটের মাথায় নয়াপাড়া ক্রীড়া একাডেমীর ১০নং জার্সিধারী খেলোয়াড় নুরুল আমিন চমৎকার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দমদমিয়া যুব কল্যাণ সমিতির খেলোয়াড়েরা আক্রমনাত্নক হয়ে খেললেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলে। কিন্তু শেষ পর্যন্ত কোন দলই নতুন করে গোলের দেখা পায়নি। খেলা শেষ হলে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী ১-০ গোলে জয়ী হয়ে আগামী ৩১শে ডিসেম্বর উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় উখিয়া উপজেলা ক্লাব টূর্ণামেন্ট বিজয়ী দলের মুখোমুখী হবে।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম মাংগো, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মফিজুর রহমান কানন ও মামুন।
উল্লেখ্য, ২০১৯ইং হতে কোস্ট ফাউন্ডেশন-ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় মিয়ানমার হতে আগত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠির মধ্যে সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে সুরক্ষার জন্য খেলাধুলা প্রকল্প নিয়ে কাজ করে চলছে। এ প্রকল্পের মাধ্যমে উভয় জনগোষ্ঠির মধ্যে সামাজিক সংযোগ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উভয় কমিউনিটির যুব সমাজকে অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিরত রাখতে বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করছে। এরই প্রেক্ষিতে রোহিঙ্গা ও স্থানীয় যুবকদের মধ্যে ১৮টি এবং টেকনাফ ও উখিয়া উপজেলায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ১৩টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩সালে দাতা সংস্থার ইউএনএইচসিআর এর সহযোগিতায় টেকনাফ ও উখিয়া উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি প্রীতি ফুটবল ম্যাচ এবং ৮টি স্থানীয় ক্লাবের যুবকদের নিয়ে ১টি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে। পর্যায়ক্রমে খেলা শেষে ৩১ডিসেম্বর উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই ক্লাব টূর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।
৬ দিন ৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮ দিন ৫ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে