সোমবার (১ জানুয়ারী) উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত নতুন বছরের শুরুতে বই উৎসব ২৪।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মো: রাসেল, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার এম বদরুল আলম,উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর অশোক আচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, এসএমসির সভাপতি ঠিকাদার ফরিদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশিদ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমাদের আনন্দ লাগছে। বইগুলোর যত্ন সহকারে সংরক্ষণ-পূর্বক বাড়িতে পাঠদান দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অতিথিরা প্রাথমিক দেড় লাখেরও বেশি ও মাধ্যমিক পর্যায়ে পাঁচ লাখেরও অধিক বই বিতরণ কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষমান দে গোপাল নতুন বই পেয়ে মহা খুশিতে বলেন বাড়িতে গিয়ে নতুন নতুন ছড়া পড়ব ও ছবি আঁকব।
শিশুরা বই পাওয়ায় অভিভাবকদেরও বেশ উৎফুল্ল দেখা যায়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।
৬ দিন ৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮ দিন ৫ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে