সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

সাফ'র উদ্যোগে ফরাসি সংসদ পরিদর্শন ও এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান


সলিডারিটি আজি ফ্রান্স (সাফ)'র উদ্যোগে ফরাসি জাতীয় সংসদ পরিদর্শন ও ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের বিদায়ী প্রেসিডেন্ট ফরাসি এমপি দানিয়েল ওবোনোকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর ২ টায় সাফ'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে'র নেতৃত্ব একটি দল ফরাসি জাতীয় সংসদের প্রেসিডেন্ট ভবন, গ্যালারি দিফেত, সাল দ্যো গার্লিন, কুখ দ্যু'নখসহ সংসদের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে বিকাল ৩ টায় এমপি দানিয়েল ওবোনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করার জন্য দানিয়েল ওবোনোকে ধন্যবাদ জানান সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টের কাছে পারিবারিক রন্দেভূ সহজিকরণ, থেখদ্য সেজুর আবেদন ও উত্তলনের রন্দেভূ  দ্রুত পাওয়া, অভিবাসীদের অনলাইন জটিলতা, অনিয়মিতদের নিয়মিতকরণ  ও বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি পুনরায় তুলে ধরেন। ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের নবনিযুক্ত প্রেসিডেন্ট মিকাইল বুলো'র সহযোগী অ্যাস্ট্রিডের কাছে দানিয়েল ওবোনো বাংলাদেশ বিষয়ক কার্যক্রমের তথ্যাদি সম্বলিত ফাইল হস্তান্তর করেন।





পরে বাংলাদেশিদের পাশে থাকার জন্য সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)র পক্ষ থেকে দানিয়েল ওবোনোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাফ'র প্রতিনিধি দলের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সাফ'র সেচ্ছাসেবী ও সমাজকর্মী সোনিয়া জামান, সোহেল আহমেদ, শাহিন আহমদ, কুনঙ্গা, মোস্তাক আহমেদ, বিডি বস'র স্বত্বাধিকারি মোঃ হাছান, অনলাইন নিউজ পোর্টাল তৃতীয় বাঙলা ডটকম'র সম্পাদক এনায়েত হোসেন সোহেল, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ।




দীর্ঘ ৫ বছর ফ্রান্স-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্ঠার কথা জানিয়ে এমপি দানিয়েল ওবোনো বলেন, 'বাংলাদেশি প্রবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রতি আমার আলাদা একটি মায়া তৈরি হয়ে গেছে। তাই দায়িত্বে না থাকলেও বাংলাদেশিদের পাশে থাকবো।'
'বাংলােশিদের সুবিধা-অসুবিধায় দানিয়েল অবনোকে যখনই ডেকেছি, তখনই আমরা তাকে পাশে পেয়েছি' উল্লেখ করে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, 'বিগত দিনে বাংলাদেশিদের পারিবারিক পুনর্মিলন, আশ্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান ও বাংলাদেশিদের উপর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার বিষয়াদি পর্যায়ক্রমে তাকে অবগত করি। এরই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিভাগে চিঠি লিখেন। যার ফলে আমরা অনেক সুফল পাই। তিনি আরো বলেন, প্রেসিডেন্টের বাহিরেও আমাদের বিভিন্ন আন্দোলন, উৎসব সবখানে তার উপস্থিতি আমাদেরকে প্রেরণা যুগিয়েছে।' ফরাসি জাতীয় সংসদ পরিদর্শনকালে মুগ্ধতা প্রকাশ করে সাফ'র সেচ্ছাসেবী সোনিয়া জামান বলেন, ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে পেরে আমি অভিভূত এবং মুগ্ধ।

Tag
আরও খবর


আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোঁর

৩৪১ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে



ফ্রান্স আওয়ামী লীগ সভাপতির ঈদ পুনমিলনী

৬৮৪ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে



ফ্রান্সে তুষারধসে ৪ জন নিহত, নিখোঁজ ২

৭৬৮ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


ফ্রান্সে কম খরচে পড়াশোনা বিস্তারিত তথ্য

৯৯৭ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে